Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
‘পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন’- প্রতিপাদ্য নিয়ে সারাদেশের মত ব্রাহ্মণবাড়িয়াতে ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ পালিত হলো আজ ২৭ ফেব্রুয়ারি ২০২৩।
Details

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হলো

 

পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়নস্মার্ট বাংলাদেশ গঠন- প্রতিপাদ্য নিয়ে সারাদেশের মত ব্রাহ্মণবাড়িয়াতে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হলো আজ ২৭ ফেব্রুয়ারি ২০২৩। এ উপলক্ষ্যে সকালে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিসংখ্যান কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপপরিচালক (ভারপ্রাপ্ত), জেলা পরিসংখ্যান পরিসংখ্যান কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া জনাব মোহাম্মদ কামাল হোসেন এর সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে জনাব মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ব্রাহ্মণবাড়িয়া এবং বিশেষ অতিথি হিসেবে জনাব মোহাম্মদ মোজাম্মেল হোসেন রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ব্রাহ্মণবাড়িয়া উপস্থিত ছিলেন।


এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, স্থানীয় শিক্ষকগণ ও জনপ্রতিনিধিগণ উক্ত আয়োজনে অংশগ্রহণ করেন।  


প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ব্রাহ্মণবাড়িয়া বলেন, “সঠিক পরিকল্পনা গঠন এবং পরিকল্পনা বাস্তবায়নে সঠিক পরিসংখ্যানের কোনো বিকল্প নাই। দেশের চলমান অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে, সঠিক পরিসংখ্যানের উপর অধিকতর গুরুত্বারোপ করতে হবে। টেকসই উন্নয়ন অভীষ্ট ২০৩০ বা ভিশন ২০৪০ বাস্তবায়নের উন্নত দেশ গড়তে এবং স্মার্ট বাংলাদেশ গঠন করতে চাই সময়োপযোগী সঠিক পরিসংখ্যান।”


বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মোজাম্মেল হোসেন রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ব্রাহ্মণবাড়িয়া বলেন ''দেশের স্বাধীনতার পর থেকে নতুন রাষ্ট্র গঠন থেকে শুরু করে সকল ক্ষেত্রে উন্নয়ন পরিকল্পনা করা এবং তা বাস্তবায়ন ত্বরান্বিত করতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তখন বিবিএস এর নিজস্ব অনেক কিছুই ছিল না। কিন্তু এখন বিভাগীয় অফিস, জেলা অফিস ও উপজেলা অফিস রয়েছে। ঢাকায় নিজস্ব ভবনও রয়েছে। নিশ্চয়ই খুব দ্রুত মাঠ পর্যায়েও নিজস্ব ভবন হবে। বিবিএস স্মার্ট বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।"


উল্লেখ্য, ৮ জুন ২০২০ মাননীয় প্রধানমন্ত্রী ২৭ ফেব্রুয়ারিকে জাতীয় পরিসংখ্যান দিবস ঘোষণা করেন। দেশে ২০২১ সাল হতে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হচ্ছে। একই ধারাবাহিকতায় এবছর তৃতীয় বারের মত জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হলো।

Images
Attachments
Publish Date
28/02/2023
Archieve Date
27/02/2024