বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক বাস্তবায়নাধীন ‘ইমপ্রুভমেন্ট অব জিডিপি কম্পাইলেশন এণ্ড রিবেজিং অব ইন্ডিসিস (IGC & RI)” প্রকল্পের আওতায় ইতিমধ্যে Consumer Price Index (CPI), House Rent Index (HRI), Quantum Index of Industrial Production (QIIP) এবং Producer Price Index (PPI) রিবেইজিং ও রিভিশন কাজ সম্পন্ন হয়েছে। এ বিষয়ে সম্যক ধারণা প্রদান এবং সূচকসমূহ নিয়মিতভাবে প্রণয়ন ও প্রকাশের জন্য প্রশ্নপত্র (দরছক) অনুযায়ী মাঠ পযায় হতে তথ্য-উপাত্ত সংগ্রহের লক্ষ্যে এ সংশ্লিষ্ট কাজে নিয়োজিত নিম্নবর্ণিত তথ্যসংগ্রহকারীগণকে আগামী ৪-৫ জুলাই ২০২৩ তারিখ দুই দিনব্যাপী বিভাগীয় পরিসংখ্যান অফিস, চট্টগ্রাম এ রিফ্রেশার প্রশিক্ষণ গ্রহণের জন্য মনোনয়ন দেওয়া হলো:
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS